জীবজগতের বৈচিত্র্য ও পরিবেশ ভাবনা
Product details
রেখা দাঁ
১৩০ পাতা
হার্ডকভার
গোবরডাঙ্গা গবেষণা পরিষৎ
জীবজগৎ উদ্ভিদ ও প্রাণীর অগণিত রূপ মানুষের কৌতূহলকে যুগে যুগে টেনে নিয়েছে তার নিজের কাছে। মানুষের আবির্ভাবের সেই প্রাগৈতিহাসিক দিনগুলো থেকেই প্রকৃতির প্রতিটি জীব, তাদের জীবনযাপন ও পারস্পরিক সম্পর্ক জানার আগ্রহ কখনও থামেনি। সময়ের সঙ্গে সঙ্গে, বিশেষত গত প্রায় পাঁচশো বছরে, এই স্বাভাবিক কৌতূহল ধীরে ধীরে বৈজ্ঞানিক শৃঙ্খলার রূপ পেয়েছে পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ জ্ঞানভিত্তি। তবু এত তথ্যের ভিড়েও জীবজগতের অনুসন্ধান আজও শেষ হয়নি।
একবিংশ শতকে দাঁড়িয়ে আমরা বরং আরও উদ্বিগ্ন। জীববৈচিত্র্যের বিপুল ভাণ্ডার ক্ষয় হতে হতে আজ বিপদের মুখে। সমুদ্র ও নদীর দূষণ, জলাশয়ের বিনাশ, প্লাস্টিক আবর্জনার পাহাড়, মাটি ও বাতাসের বিষাক্ততা, নির্বিচার বৃক্ষণাশ ও অরণ্য উচ্ছেদ প্রতিদিনই প্রকৃতি এই ক্ষতচিহ্ন বহন করছে। তার উপর বিশ্ব উষ্ণায়নের চাপে দ্রুত গলছে হিমবাহ, বদলে যাচ্ছে চেনা পরিবেশ।
এই বইয়ে লেখিকা সেই উদ্বেগ ও ভালোবাসা দুটিকেই সঙ্গে নিয়ে এগিয়েছেন। নিজের চারপাশের প্রাণীজগৎই তাঁর লেখার মূল উৎস। মৌমাছি, প্রজাপতি, পিঁপড়ে, বাদুড়, পাখি, মাছ এমন বহু পরিচিত অথচ অবহেলিত জীবকে নিয়ে তাঁর প্রত্যক্ষ দেখা ও অনুভবের কথা এখানে উঠে এসেছে সরল ভাষায়, আপন খেয়ালে। তথ্যের ভার নয়, অভিজ্ঞতার উষ্ণতাই এই গ্রন্থের প্রাণ। প্রকৃতির সঙ্গে মানুষের হারিয়ে যাওয়া সংযোগকে নতুন করে মনে করিয়ে দেওয়াই যেন এই বইয়ের আসল উদ্দেশ্য।
লেখক পরিচিতি
স্কুল শিক্ষিকা-বিজ্ঞানকর্মী রেখা দাঁ (১৮-০৩-১৯৫৩-০৫-০৭-২০২৪) নানা পরিসরে সক্রিয় থেকেছেন জীবন নাট্যের নানা ঘটনা প্রবাহে। ছাত্রী অবস্থায় বিজ্ঞান ক্লাবে প্রবেশ তাঁকে স্বাধীন ও সমালোচনা প্রিয় করে তুলতে সক্ষম হয়। প্রশ্নশীল মন তাঁর অন্তরের জটিল ভাবনা চিন্তাকে লেখনী দ্বারা প্রকাশ করতে উদ্বুদ্ধ করে। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ব (Anthropology) বিদ্যায় স্নাতকোত্তর উপাধি লাভ(১৯৭৭) তাঁকে একাজে প্রয়োজনীয় সক্ষমতা দিয়েছে।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকালীন তিনি শিক্ষা শিবিরে অংশগ্রহণ করে প্রজেক্ট রিপোর্ট প্রস্তুতে দক্ষ ছিলেন। এইসব লেখালেখির চর্চা তিনি বহন করেছেন আজীবন। কষ্টসহিষ্ণু রেখা দিদিমণির ব্যক্তিগত জীবন ছিল নানা লড়াই-সংগ্রামে ভরপুর। বর্তমান গ্রন্থে স্বতঃস্ফূর্তভাবে তাঁর চারপাশের অভিজ্ঞতাই রূপ পেয়েছে নানা লেখার মধ্যে দিয়ে।
প্রবদ্ধগুলিতে তিনি সমকালীন সময়ের নানা প্রেক্ষিত ফুটিয়ে তুলেছেন আপন লেখনী শৈলীর অনুরণনে। নির্দিষ্ট রাজনৈতিক মতাবলম্বী না হওয়ায় তাঁর রচনায় সহজ-স্বচ্ছন্দ পাঠের আনন্দ সহজলভ্য। আশা করব তাঁর লেখার মধ্যে থেকে উঠে আসা সমাজচিন্তা নতুন প্রজন্মের পাঠক-পাঠিকাকে উদ্বুদ্ধ করবে।
প্রকাশিত গ্রন্থ: উইপোকা (২০০০), বাঙালির বিজ্ঞানসাধনা ও অন্যান্য (২০১৭), আজকের নারী সমাজ (২০২৫)।
Product details
রেখা দাঁ
১৩০ পাতা
হার্ডকভার
গোবরডাঙ্গা গবেষণা পরিষৎ
জীবজগৎ উদ্ভিদ ও প্রাণীর অগণিত রূপ মানুষের কৌতূহলকে যুগে যুগে টেনে নিয়েছে তার নিজের কাছে। মানুষের আবির্ভাবের সেই প্রাগৈতিহাসিক দিনগুলো থেকেই প্রকৃতির প্রতিটি জীব, তাদের জীবনযাপন ও পারস্পরিক সম্পর্ক জানার আগ্রহ কখনও থামেনি। সময়ের সঙ্গে সঙ্গে, বিশেষত গত প্রায় পাঁচশো বছরে, এই স্বাভাবিক কৌতূহল ধীরে ধীরে বৈজ্ঞানিক শৃঙ্খলার রূপ পেয়েছে পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ জ্ঞানভিত্তি। তবু এত তথ্যের ভিড়েও জীবজগতের অনুসন্ধান আজও শেষ হয়নি।
একবিংশ শতকে দাঁড়িয়ে আমরা বরং আরও উদ্বিগ্ন। জীববৈচিত্র্যের বিপুল ভাণ্ডার ক্ষয় হতে হতে আজ বিপদের মুখে। সমুদ্র ও নদীর দূষণ, জলাশয়ের বিনাশ, প্লাস্টিক আবর্জনার পাহাড়, মাটি ও বাতাসের বিষাক্ততা, নির্বিচার বৃক্ষণাশ ও অরণ্য উচ্ছেদ প্রতিদিনই প্রকৃতি এই ক্ষতচিহ্ন বহন করছে। তার উপর বিশ্ব উষ্ণায়নের চাপে দ্রুত গলছে হিমবাহ, বদলে যাচ্ছে চেনা পরিবেশ।
এই বইয়ে লেখিকা সেই উদ্বেগ ও ভালোবাসা দুটিকেই সঙ্গে নিয়ে এগিয়েছেন। নিজের চারপাশের প্রাণীজগৎই তাঁর লেখার মূল উৎস। মৌমাছি, প্রজাপতি, পিঁপড়ে, বাদুড়, পাখি, মাছ এমন বহু পরিচিত অথচ অবহেলিত জীবকে নিয়ে তাঁর প্রত্যক্ষ দেখা ও অনুভবের কথা এখানে উঠে এসেছে সরল ভাষায়, আপন খেয়ালে। তথ্যের ভার নয়, অভিজ্ঞতার উষ্ণতাই এই গ্রন্থের প্রাণ। প্রকৃতির সঙ্গে মানুষের হারিয়ে যাওয়া সংযোগকে নতুন করে মনে করিয়ে দেওয়াই যেন এই বইয়ের আসল উদ্দেশ্য।
লেখক পরিচিতি
স্কুল শিক্ষিকা-বিজ্ঞানকর্মী রেখা দাঁ (১৮-০৩-১৯৫৩-০৫-০৭-২০২৪) নানা পরিসরে সক্রিয় থেকেছেন জীবন নাট্যের নানা ঘটনা প্রবাহে। ছাত্রী অবস্থায় বিজ্ঞান ক্লাবে প্রবেশ তাঁকে স্বাধীন ও সমালোচনা প্রিয় করে তুলতে সক্ষম হয়। প্রশ্নশীল মন তাঁর অন্তরের জটিল ভাবনা চিন্তাকে লেখনী দ্বারা প্রকাশ করতে উদ্বুদ্ধ করে। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ব (Anthropology) বিদ্যায় স্নাতকোত্তর উপাধি লাভ(১৯৭৭) তাঁকে একাজে প্রয়োজনীয় সক্ষমতা দিয়েছে।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকালীন তিনি শিক্ষা শিবিরে অংশগ্রহণ করে প্রজেক্ট রিপোর্ট প্রস্তুতে দক্ষ ছিলেন। এইসব লেখালেখির চর্চা তিনি বহন করেছেন আজীবন। কষ্টসহিষ্ণু রেখা দিদিমণির ব্যক্তিগত জীবন ছিল নানা লড়াই-সংগ্রামে ভরপুর। বর্তমান গ্রন্থে স্বতঃস্ফূর্তভাবে তাঁর চারপাশের অভিজ্ঞতাই রূপ পেয়েছে নানা লেখার মধ্যে দিয়ে।
প্রবদ্ধগুলিতে তিনি সমকালীন সময়ের নানা প্রেক্ষিত ফুটিয়ে তুলেছেন আপন লেখনী শৈলীর অনুরণনে। নির্দিষ্ট রাজনৈতিক মতাবলম্বী না হওয়ায় তাঁর রচনায় সহজ-স্বচ্ছন্দ পাঠের আনন্দ সহজলভ্য। আশা করব তাঁর লেখার মধ্যে থেকে উঠে আসা সমাজচিন্তা নতুন প্রজন্মের পাঠক-পাঠিকাকে উদ্বুদ্ধ করবে।
প্রকাশিত গ্রন্থ: উইপোকা (২০০০), বাঙালির বিজ্ঞানসাধনা ও অন্যান্য (২০১৭), আজকের নারী সমাজ (২০২৫)।
Sort by
Newest first
Newest first
Oldest first
Highest rated
Lowest rated
Ratings
All ratings
All ratings
5 Stars
4 Stars
3 Stars
2 Stars
1 Star