শিশুদের জন্য মজার ধাঁধা শুধুমাত্র খেলার উপকরণ নয়, এটি শেখার এক দারুণ মাধ্যমও। ধাঁধা সমাধান করতে গিয়ে শিশুদের চিন্তাশক্তি, মনোযোগ আর ধৈর্য স্বাভাবিকভাবেই বেড়ে যায়। টুকরো টুকরো অংশ মিলিয়ে ছবি বা উত্তর খুঁজে পাওয়ার আনন্দ তাদের যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। একই সঙ্গে আঙুলের নড়াচড়া, চোখ-মস্তিষ্কের সমন্বয়ও শক্তিশালী হয়। সবচেয়ে বড় কথা, ধাঁধা শিশুদের মনে সৃজনশীলতা জাগিয়ে তোলে এবং সমস্যার সমাধান করার আত্মবিশ্বাস তৈরি করে। মজার ছলে শেখার এই ধারা ভবিষ্যতে পড়াশোনায়ও দারুণ কাজে লাগে। তাই শিশুর প্রতিদিনের খেলার সঙ্গী হোক কিছু না কিছু ধাঁধা।
Featured