অ্যাটলাস আসলে এক রঙিন ভ্রমণ সঙ্গী। বই খুললেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, সমুদ্র, মরুভূমি, অরণ্য আর নানা শহর-গ্রামের ছবি। কোথায় কোন নদী বয়ে চলেছে, কোন রাজ্যে কী বিশেষতা—সবই মানচিত্রের সাহায্যে সহজে বোঝা যায়। পড়তে পড়তে মনে হয়, যেন ক্লাসরুমে বসে থেকেই সারা ভারত কিংবা সারা পৃথিবী ঘুরে দেখা হচ্ছে।
যারা ভূগোলকে একটু বিরক্তিকর মনে করে, তাদের কাছে অ্যাটলাস একদম জাদুর মতো কাজ করে। ছবির সঙ্গে তথ্য থাকায় পড়া সহজ হয়, আর মনে রাখা আরও সহজ। অ্যাটলাস শুধু পড়াশোনার কাজে নয়, কিশোরদের কৌতূহল বাড়াতেও সাহায্য করে। তাই বলা যায়—অ্যাটলাস মানে আনন্দের ছলে জ্ঞান অর্জন।