শিশুদের বাংলা পত্রিকা পড়া মানে যেন একসাথে মজা আর শিক্ষা - একেবারে “দু’চাকায় একসাথে সাইকেল” চালানোর মতো! গল্প পড়তে পড়তে তারা হাসবে, ছড়ার ছন্দে গুনগুন করবে, আর কার্টুন দেখে বলবে “আরে, এ তো আমারই মতো!” এসব পড়তে পড়তে অজান্তেই নতুন নতুন শব্দ শিখে ফেলবে, বন্ধুবান্ধবকে চমক দেবে, আর বড়দেরও মাঝে মাঝে প্রশ্নে কোণঠাসা করবে। পত্রিকার পাতাগুলোই তাদের কাছে হয়ে উঠবে এক একটা রোমাঞ্চকর অভিযান, যেখানে কখনো অভিযানকারী, কখনো গোয়েন্দা, আবার কখনো বিজ্ঞানী হয়ে ঘুরে বেড়ানো যায়। তাই বলি - শিশুরা যদি পড়াশোনা নিয়ে হাসতে হাসতে শিখতে চায়, তবে বাংলা পত্রিকাই হোক তাদের সেরা সঙ্গী!
Featured